প্রকাশিত: Thu, Jan 19, 2023 3:52 PM
আপডেট: Sat, May 10, 2025 1:16 PM

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগের চেয়েও পদত্যাগের পর তার কথাগুলো বেশি আচ্ছন্ন করে রেখেছে আমাকে

শওগাত আলী সাগর

জেসিন্ডার পদত্যাগের চেয়েও পদত্যাগের পর তার কথাগুলো বেশি আচ্ছন্ন করে রেখেছে আমাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন তিনি, আর এই সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি যা বলেছেন, তা কোনো রাজনীতিক, কোনো ক্ষমতাসীন রাজনীতিক  কখনো বলেননি, হয়তো বলবেও না। কিন্তু জেসিন্ডা বলেছেন। ‘আমি মানুষ, রাজনীতিবিদরাও মানুষ। আমরা যতক্ষণ পারি ততক্ষণ  আমাদের সর্বস্ব দিই, তারপর সময় আসে, আমার জন্য এটা হচ্ছে সময়।’-জেসিন্ডার অকপাট উক্তি।

জেসিন্ডার জন্য কীসের সময় এটা। জেসিন্ডা বলেছেন, আমি চলে যাচ্ছি, কারণ এমন একটি বিশেষ ভূমিকার সাথে (প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন)  জড়িয়ে আছে দায়িত্ব। আপনি কখন নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি এবং কখন ননÑ তা জানার দায়িত্ব। এই দায়িত্ব পালনে কী প্রয়োজন হয়Ñ তা আমি জানি এবং আমি জানি এই দায়িত্বের প্রতি ন্যায়বিচার করার মতো আমার ঘটে অবশিষ্ট আর কিছু নেই। ওঃ’ং ঃযধঃ ংরসঢ়ষব.

জেসিন্ডাকে নিয়ে যে খুব বিতর্ক হচ্ছে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে তাও তো নয়। কিন্তু তিনি নিজে বোধ করছেন, প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব পালনে তার নিজের আর কিছু দেওয়ার নেই। আর বিশেষ আর কিছু দেওয়ার নেই ভেবেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন। ভাবা যায়। এমন রাজনীতিকও হয়Ñ এমন প্রধানমন্ত্রীও হয়!  একজন সত্যিকারের নেতাকে, দেশনেতাকে জানতে হয়, বুঝতে হয় যিবহ ুড়ঁ ধৎব ঃযব ৎরমযঃ ঢ়বৎংড়হ ঃড় ষবধফ ধহফ ধষংড় যিবহ ুড়ঁ ধৎব হড়ঃ. লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক